
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এ রকমটাও হয়? স্বপ্নেও কেউ বোধহয় ভাবেনি। তবে চোখ খুলে দিল মুম্বইয়ের এক চোর। আজব কাণ্ড ঘটিয়েছে সে। ফ্ল্যাটে ঢুকে গৃহকর্ত্রীর মুখ বেঁধে দিয়ে চুরির জন্য হন্যে হয়ে মূল্যবান জিনিস খুঁজছিল সে। কিন্তু, কিছুই পায়নি। শেষমেষ ওই গৃহকর্ত্রীকেই চুমু খেয়ে চম্পট দিয়েছে চোর বাবাজি! এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে। চটে লাল মহিলা। 'বেয়াদপ' চোরের চুমুর বদলা নিতে থানায় অভিযোগ জানিয়েছিলেন গৃহকর্ত্রী। বর্তমানে হাজতে ওই 'রোমান্টিক' চোর।
ঘটনা মুম্বইয়ের মালাড এলাকার। গত ৩ জানুয়ারি রাতে এক ফ্ল্যাটে চুরি করতে ঢোকে চোর। তখন ওই ফ্ল্যাটে একাই ছিলেন ৩৮ বছরের এক মহিলা। চোর জোর করেই ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। এরপর মহিলার মুখ, হাত-পা বেঁধে দেন। বহু চেষ্টা সত্ত্বেও রক্ষে পাননি। এরপর বেশ কিছুক্ষণ চোর ফ্ল্যাটের মধ্যে দাপিয়ে বেরায়। তেমন কিছু বার করতে না পেরে শেষে চোর গৃহকর্ত্রীকে ফ্ল্যাটে রাখা মূল্যবান সব জিনিসপত্র যেমন, নগদ টাকা, মোবাইল ফোন, এটিএম কার্ড তাকে দিতে বলে। খুলে দেওয়া হয় মহিলার মুখ। যদিও মহিলা চোরকে জানিয়েছিলেন, তাঁর কাছে সেইসব কিছু নেই। এতে কিছুটা অবকা হয়েছিল চোর। পরে উষ্মা প্রকাশ করে।
চোর বুঝে যায় যে, সেই রাতে ওই ফ্ল্যাটে ঢোকাটাই তার বেকার হয়ে গিয়েছে। এরপর মহিলার হাত ও পায়ের বাঁধনও খুলে দেয় চোরটি। শেষে মহিলার গালে চুমু খেয়ে দৌড়ে ফ্ল্যাট ছাড়ে। ঘটনায় হতভম্ব হয়ে পড়েন মহিলা। সম্বিত ফিরতেই চোরের কীর্তিতে প্রচণ্ড রেগে যান তিনি।
পরে, মহিলা কুরার থানায় গিয়ে চোরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। চোরের বিরুদ্ধে ডাকাতির চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ মামলা রুজ হয়েছে। পুলিশ জানিয়েছে, আগে ওই ব্যক্তির বিরুদ্ধে কোনও অপরাধমূলক রেকর্ড নেই। তিনি পরিবারের সঙ্গেই বসবাস করেন। তবে বর্তমানে বেকার, ফলে অর্থনৈতিক অনটন রযেছে।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও